fbpx
Friday, July 23, 2021
Homeমালদারাজ্যের সপ্তম স্থান অধিকারী ধৃতরাষ্ট্র হতে চায় এই এ এস অফিসার

রাজ্যের সপ্তম স্থান অধিকারী ধৃতরাষ্ট্র হতে চায় এই এ এস অফিসার

মালদা, নিজস্ব প্রতিনিধি : ভূতনির ভাঙ্গন কবলিত এলাকা রাজ্যের সপ্তম স্থান অধিকারী ধৃতরাষ্ট্র হতে চায় এই এ এস অফিসার উচ্চমাধ্যমিকে ৪৯৩ নম্বর পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিল মালদা জেলার ভুতনি থানার হীরানন্দপুরের ছেলে ধৃতরাষ্ট্র মণ্ডল । ধৃতরাষ্ট্র বিজ্ঞান শাখায় ইংরেজিতে ৯৭ ,রসায়নে ১০০ জীব বিজ্ঞানে ৯৬ , পদার্থ বিজ্ঞানে ১০০ এবং অংকে ১০০ প্রাপ্ত নম্বর । শতাংশের হিসাবে ৯৮ . ৬০ নম্বর পেয়েছে।

এই মেধাবী ছাত্র রাজ্যের সম্ভাব্য সপ্তম স্থান অধিকার করেছে সে । উচ্চমাধ্যমিকে মানিকচক শিক্ষা নিকেতন স্কুলের পড়ুয়াসে । স্কুলের প্রধান শিক্ষক জ্যোতি ভূষণ পাঠকের আগাগোড়াই ভরসা ছিল ধৃতরাষ্ট্র উপর যে ভালো ফলাফল করে মানিকচকের মুখ উজ্জ্বল করবে । ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করে বাবা মোহন মন্ডল । বর্তমান লকডাউন থাকার জন্য মোহন বাবু বাড়িতেই রয়েছে । মা অলোকা মন্ডল গৃহবধূ । ধৃতরাষ্ট্রের ইচ্ছা ইউপিএসসি পরীক্ষায় বসে আইএএস অফিসার হয়ে মালদার মুখ উজ্জ্বল করতে চাই ।কিন্তু মাঝ পথে বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক অবস্থা ।

ধৃতরাষ্ট্র জানিয়েছে প্রধান শিক্ষক জ্যোতিভূষণ পাঠক এবং অন্যান্য শিক্ষকের নানারকম সহযোগিতায় আজ আমি এমন ফলাফল করেছি আমার পরিবারের আর্থিক অবস্থা খুব খারাপ । আমি স্বপ্ন আইপিএস হতে চায় এর জন্য ইউপিএসসি পরীক্ষায় বসতে চাই। কিন্তু আর্থিক অবস্থার কারণে কিছু বুঝে উঠতে পারছিনা । মাধ্যমিক পরীক্ষা ভুতনির আমতলা নন্দীটোলা হাই স্কুল থেকে দিয়েছিলাম নম্বর পেয়েছিলাম ৬৫৬ । পরবর্তীতে মানিকচক শিক্ষানিকেতন হাই স্কুলে ভর্তি হয় স্কুলের হোস্টেলে থেকে থেকেই পড়াশোনা করেছি ।

স্কুলের প্রধান শিক্ষক জ্যোতিভূষণ পাঠক বলেন ধৃতরাষ্ট্র মন্ডল মেধাবী ছাত্র কিন্তু পরিবারের আর্থিক অবস্থা খুব খারাপ তাকে আমরা প্রথম থেকে বিভিন্ন রকম ভাবে সাহায্য করেছি। পরবর্তীতে উচ্চশিক্ষার ক্ষেত্রেও স্কুল এবং ব্যক্তিগতভাবে সব রকম সহায়তা করবো। মানিকচক শিক্ষা নিকেতন সাম্প্রতিক সময়ে রাজ্য ও জেলা স্তরে বারবার ভালো ফল করে সকলে চমকে দিয়েছে । এই প্রতিষ্ঠান থেকে বহু ছাত্র-ছাত্রী নজরকাড়া ফলাফল করেছে । আগামীতেও স্কুলের পড়ুয়ারা ভালো ফল করে রাজ্যের বুকে ।

ধৃতরাষ্ট্রের বাবা মোহন মন্ডল বলেন ছেলে পড়াশোনা ছাড়া কিছুই বোঝে না। আমাদের বাড়ি ভাঙ্গন প্রবন এলাকায় যেকোনো সময় গঙ্গানদী গর্বে বাড়ি চলে যেতে পারে। এই আতঙ্কের মধ্যে আমরা বসবাস করছি । তার মাঝে লকটাউন হওয়ায় কর্মহীন হয়ে পরেছি । সংসার চালানো খুব কষ্টকর হয়ে উঠেছে। আমার ছেলে ভালো ফলাফলের জন্য আমি স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। ছেলে উচ্চশিক্ষা পড়তে চাই কিন্তু আর্থিক অবস্থা খুবই খারাপ এই অবস্থায় তাকে কি পড়াবো কিছু বুঝে উঠতে পারছিনা। প্রধান শিক্ষক জ্যোতিভূষণ পাঠক আমার ছেলেকে পড়াশোনা করতে সব রকম ভাবে সাহায্য করেছে ।

তা সত্ত্বেও মেধা তো আর অর্থের কারণে থেকে থাকে না।
এই বিষয়ে ভুতনির দক্ষিণ চন্ডিপুরের বাসিন্দা তথা মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মন্ডল বলেন আমাদের ভুতনি ছেলে ধৃতরাষ্ট্র মন্ডল উচ্চমাধ্যমিকে খুব ভাল ফলাফল করে ভুতনি তথা মানিকচকের নাম উজ্জ্বল করেছে রাজ্যের বুকে।
এই মেধাবী ছাত্রের আর্থিক অবস্থা ভালো নেই ভবিষ্যতে উচ্চ শিক্ষার জন্য রাজ্য সরকার এবং মালদা জেলা পরিষদের তরফ থেকে যা সম্ভব সাহায্য করব। ধৃতরাষ্ট্র এবং তার পরিবারের পাশে আমরা সবসময় আছি ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম