fbpx
Thursday, July 29, 2021
Homeভাইরাল খবরএখনও যার জন্য সবাই চেনে বাংলার এই অভিনেত্রীকে

এখনও যার জন্য সবাই চেনে বাংলার এই অভিনেত্রীকে

রচনা ব্যানার্জি নামটি সকলের কাছে খুবই পরিচিত টলিউড ইন্ডাস্ট্রির একজন খুব পরিচিত ও জনপ্রিয় অভিনেত্রী হলেন তিনি। একের পর এক হিট ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেন অভিনেত্রী। শুরু টলিউড নয়, বলিউডেও নিজের জালবা প্রদর্শন করেছেন তিনি। প্রতি বলেই ছক্কা। মিঠুন চক্রবর্তী হোক বা প্রসেনজি, সবার সঙ্গেই তার জুটি হিট। কিন্তু বর্তমানে কোনো চলচিত্রে দেখা যায়না তাকে,সবার ছোটোপর্দার স্টার হয়ে উঠেছেন তিনি।তার সেই শো দেখার জন্য দেশ থেকে বিদেশ সকলেই অপেক্ষা করে থাকেন!

 

 

সেক্ষেত্রে তার এরকম ফেমাসিটি থাকার পর এবং এতো ব্যস্ত টাইমটেবিল হওয়া সত্ত্বেও এতো গ্লোয়িং হয়ার রহস্যটা জানতে চাওয়া হয়েছে,তার বদলে তিনি উত্তরে বলেন-ডাবের জল! তিনি নিয়মিত দাবের জল পান করেন!এবং তার সঙ্গে প্রচুর জলপান করেন তাই তার স্কিনকে এতো ডীহাইড্রেটেড রাখে।

 

এই ভাবেই বয়েসকে তুরী মেরে ফরেভার ২০ হয়ে আছেন তিনি। গত বছরই নিজের বান্ধবীদের সঙ্গে বিদেশ সফরে গিয়েছিলেন তিনি। সেই সময় হটপ্যান্টের সঙ্গে ক্রপটপে উষ্ণতা ছড়িয়েছিলেন রচনা। আজও তার সেই ছবি তার অনুরাগীদের কাছে অমলিন। এদিকে, রচনাও খুবই সময়নিষ্ঠ। শরীরের কোনও অনিয়ম করেন না তিনি। কড়া ডায়েট মেনে আজও নিজেকে সুন্দরভাবে ধরে রেখেছেন রচনা বন্দ্যোপাধ্যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম