Home রাজ্য এবার খোদ বিদ্যুৎ মন্ত্রী হলেন বিদ্যুৎ বিল বিভ্রাটের শিকার!

এবার খোদ বিদ্যুৎ মন্ত্রী হলেন বিদ্যুৎ বিল বিভ্রাটের শিকার!

কলকাতা, নিজস্ব প্রতিনিধি:- প্রতি মাসেই কম বেশি বিদ্যুৎ বিল বিভ্রাটের অভিযোগ পেয়ে থাকে বিদ্যুৎ মন্ত্রণালয়। তবে এবার যা ঘটলো তা অবিশ্বাস্য। সাধারণ বাঙালি পরিবার বাড়ির আর পাঁচটা খরচের মতো বিদ্যুৎ খরচা টাও বাজেটের মধ্যেই রাখার চেষ্টা করেন। তারা জানেন তাদের প্রতি মাসে ঠিক কি পরিমান বিল আসতে পারে কিন্তু মাঝে মাঝে সেই হিসেবেও গরমিল হয়ে যায়। প্রায়ই বেশি বিল আসে থাকে অনেকের তবে এবার বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতে যা বিল এসেছে তাতে চক্ষু চরক গাছ । প্রতি মাসের তুলনায় প্রায় ৩-৪ গুন বেশি বিল এসেছে।

চলতি লোকডাউন এ CESC এর পাহাড় সমান বিল দেখে অনেকেই মেলাতে পারছেন না। কলকাতা বাসী আগাগোড়া এই সমস্যার মুখোমুখি হচ্ছেন। কখনো তার সমাধান মিলছে আবার কখনো মিলছে না। তবে এবার খোদ মন্ত্রীর বাড়ির এই রূপ বিল দেখে নড়েচড়ে বসেছে সবাই। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন প্রতি মাসে ৩-৪ হাজার টাকা বিল এসে থাকে। কিন্তু এই মাসে এসেছে প্রায় তার ৩-৪ গান বেশি ১২ হাজার টাকা। তার কথায় লোকডাউন চলা কালীন বাড়িতে এমন কি কাজ হয়েছে যাতে করে এত বিল এসেছে।

নিজে এই সমস্যার সম্মুখীন হবার পর রাজ্যবাসীকে তিনি জানিয়েছেন যে কোনো রকম বিভ্রাট ঘটলে মন্ত্রণালয়ে জানাতে তারা যথা সাধ্য চেষ্টা করবেন সমস্যা সমাধানের। সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে অনেকবার ই সোচ্চার হয়েও লাভ হয়নি। CESC যে কক্ষ রাখলেই মিলছে ভুরি ভুরি অভিযোগের খোঁজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম