শাসক দলের একাধিক নেতার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করেছে বিরোধী দলের নেতা সহ কর্মীরা । এবারে রাজ্যে নির্বাচন শুরু হয়েছে আর সেই মধ্যেই তৃণমূলের বিরোধিতা করলে উচ্ছেদ করা হবে, এমনই হুমকি দিয়ে শিরোনামে এলেন ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রের তৃণমূল প্রার্থী গৌতম দেব।ভিডিও তে দেখা গিয়েছে,বিধায়ক হুমকি দিয়ে বলেন,”আমাদের বিরোধিতা করলে উচ্ছেদ করে দেব,আমি গৌতম দেব যা বলি তাই করি। একদম বিজেপি করবেন না। ওসব মোদী রাজ্যে হয়”।
জানা গিয়েছে,বৃহস্পতিবার সকালে ঠাকুরনগরে প্রচারে গিয়েছিলেন গৌতম দেব, সেখানেই নিজের মুখ সামলাতে পারলেন না মন্ত্রী । একজন সন্ন্যাসীর সাথে দেখা হলে তখন গৌতম বলেন, “ওসব সন্ন্যাসী বুঝি না। আমি নিজেও সন্ন্যাসী। সন্ন্যাসী দেখাবেন না”। গৌতম দেবের হুমকির ভিডিও প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায় ঘটনার তীব্র নিন্দা করে বলেন,“ঠাকুরনগরই নয় বেশকিছু জায়গায় এমনটাই বলেছেন তিনি,হতাশা থেকেই এমন করছেন। তৃণমূল টাকা নিয়ে সেখানে বসিয়েছে মানুষকে। আর তাদের ধমক দিচ্ছে নির্বাচনের আগে। আমরা নির্বাচন কমিশনকেও বিষয়টি জানাব।