fbpx
Saturday, June 19, 2021
Homeবিনোদনকরোনা কে অগ্রাহ্য করেই ‘দেহাতি ডিস্কো’ তে মাতলো বলিউড

করোনা কে অগ্রাহ্য করেই ‘দেহাতি ডিস্কো’ তে মাতলো বলিউড

দীর্ঘ লকডাউনের প্রভাব কাটিয়ে ফের ধীরে ধীরে সক্রিয় হচ্ছে বলিউড। দেশের যুবসমাজের সমস্যাকে কেন্দ্র করে নির্মিত মনোজ শর্মা পরিচালিত ‘দেহাতি ডিস্কো’ ছবির পোস্টারটি জনসমক্ষে আনলেন অভিনেতা টাইগার শ্রফ।

জুহুর জেডাব্লু মেরিয়ট-এর পোস্টারটি মহুরত অনুষ্ঠানে টাইগার শ্রফের সাথে উপস্থিত ছিলেন নৃত্য নির্দেশক গণেশ আচার্য এই সিনেমাতে তাকে দেখা যাবে প্রধান অভিনেতা হিসাবে। এটি লকডাউনের পরে প্রথম বড় ইভেন্ট বলে মনে করা হচ্ছে। ছবিটি প্রাচী মুভিজ এবং ভি টু এস প্রোডাকশনের সহযোগিতায় ওয়ান বিনোদন চলচ্চিত্র প্রডাকশনের কমল কিশোর মিশ্র প্রযোজনা করেছেন। এই উপলক্ষে সরাসরি সংগীত পরিবেশিত।

খ্যাতিমান বলিউড কোরিওগ্রাফার গণেশ আচার্য এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন এবং সংগীতকার হিসাবে কাজকরেছেন পদ্মশ্রী শিবমণি। ছবিটির শুটিং পঁচিশে অক্টোবর থেকে উত্তর প্রদেশের লখনউতে শুরু হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম