fbpx
Sunday, August 1, 2021
Homeবিনোদনআসছে সালমান খানের 'টাইগার থ্রী', নিচ্ছেন মোটা অঙ্কের টাকা

আসছে সালমান খানের ‘টাইগার থ্রী’, নিচ্ছেন মোটা অঙ্কের টাকা

বলিউড অভিনেতা সালমান খান একের পর এক ছবি , শো করে চলছেন। বলিউড জগতে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করে নিয়েছেন। কিন্তু অভিনেতা সুশান্ত সিং রাজপূত এর মৃত্যুর পর সালমান খান এর জনপ্রিয়তায় অনেকটা ঘাড়তি পড়েছে। জনপ্রিয় শো বিগ বস এর সঞ্চালক সালমান খান। কিন্তু বিগ বস এর এক অংশ দর্শক সঞ্চালক হিসেবে সালমান খান কে মেনে নিতে চাইছেন না।

সোশ্যাল মিডিয়ায় বিগ বস শো এর বয়কট এর রব উঠেছে। তাই বিগ বস এর নির্মাতারা অনেকটাই চিন্তিত। সালমান খান কে সঞ্চালক হিসেব এ স্বীকার করছেন না নেটিজেনেরা। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল বিগ বস শো। শো এর নিউ প্রমো দেখানো হয়েছিল। কথা ছিল এই সিজেন এর বিগ বস এ থাকবে আরও আকর্ষণীয় কিছু। এই বছরের বিগ বস শো এর থিম হতে চলেছে এবার জঙ্গল। এবং করোনা পরিস্থিতি মাথায় রেখে করোনা কে হারানোর উপায় থাকবে শো এর মধ্যে।

বিগ বস যেহেতু সেলিব্রিটিদের শো কথা ছিল এই বছর আরও উচ্চ মানের সেলিব্রিটিদের আনা হবে। কিন্তু সালমান খান এর সঞ্চালনা করা বিগ বস দেখতে চাইছেন না দর্শকরা। সালমান এর সমস্ত কিছুই বয়কট করার দাবী জানাচ্ছে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনেরা। বিগ বস এর নির্মাতারা ভীষণ চিন্তার মধ্যে রয়েছে যার ফলে আপাতত বন্ধ আছে বিগ বস এর শুটিং।

কিন্ত এই পরিস্থিতিতেও সালমান খান নিজের কাজ করেই চলছেন মুক্তি পেতে চলেছে তার দুটো ছবি রাধে:ইয়োর মোস্ট ওয়ানটেড ভাই এবং টাইগার থ্রী। জানা গেছে টাইগার থ্রী ২০০ থেকে ২৫০ কোটি টাকার বাজেট হতে চলেছে।

“টাইগার থ্রী” বলিউড এ এখনো পর্যন্ত সবথেকে বেশি বাজেট এর ছবি হতে চলেছে। সূত্রে খবর , এই ছবির জন্য বেশ বড়ো এমাউন্ট চেয়েছেন সালমান খান তিনি ১০০ কোটি টাকা চেয়েছেন। এই ছবিতে নায়িকা হিসেবে থাকছেন ক্যাটরিনা কাইফ। তবে তিনি এই ছবির জন্য কত টাকা চাইছেন সেটা এখনো জানা যায় নি। জানা গেছে এই বছরের শেষের দিকে এই ছবির শুটিং শুরু হতে চলছে। ছবি নিয়ে সমস্ত কথাবার্তাশুরু হয়েগিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম