Home বিনোদন টিকটক বন্ধ হয়ে গেল, এবার কি হবে মিমি ও নুসরাতের; খোঁচা শ্রীলেখা...

টিকটক বন্ধ হয়ে গেল, এবার কি হবে মিমি ও নুসরাতের; খোঁচা শ্রীলেখা মিত্রের

দৈনিক খবরঃএর আগে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর টলিউডের দুই তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে একাধিক অভিযোগ করে, একটি ভিডিও সোসাল মিডিয়াতে ছাড়েন তিনি। সেই ভিডিওতে তিনি দাবি করেন বাংলা সিনেমা জগতের তারকা প্রসেনজিৎ চট্টপাধ্যায়ের সাথে নাকি ঋতুপর্ণা সেনগুপ্তের অভন্তরীন সম্পর্ক ছিল, আর যার দরুন অভিযোগকারী নায়িকা শ্রীলেখা মিত্রের নায়িকা হয়ে ওঠা সম্ভব হয়নি, কারন বুম্বা দার বেশির ভাগ ছবিতেই অভিনেত্রী হিসেবে ঋতুপর্ণা সেনগুপ্তই কাজ করেছেন।এই ধরনের মন্তব্যের ফলে টলিপাড়ায় বেশ হইচই উঠে পরে।

মন্তব্যের দুই সপ্তাহ পার না হতেই, এবার টলিউডের আরও দুজন অভিনেত্রী তথা তৃণমূলের দুই সাংসদ নুসরাত জাহান ও মিমি চক্রবর্তীকে নিয়ে কটাক্ষ করে বসলেন শ্রীলেখা মিত্র।

গত রাত্রেই ৫৯টি চিনা অ্যাপস কে সম্পূর্ণভাবে বাতিল করে ভারত সরকার।যার মধ্যে অন্যতম হলো Tik Tok। এইদিন শ্রীলেখা মিত্র তার ফেইসবুক পেজের ওয়ালে পোস্টে লেখেন-‘টিক টক বন্ধ,যাদবপুর ও বসিরহাটের মানুষ তাদের সাংসদকে কোথায় দেখতে পাবেন”? লেখার পরে পোস্টে ক্যাপশন হিসাবে দেন, ‘আহারে শুনে আমার চোখে জল চলে এল’।

এর আগেও বহুবার দুই সাংসদ মিমি ও নুসরাতকে টিকটকে নানা রকম অঙ্গভঙ্গির দ্বারা ভিডিওতে মজতে দেখা গিয়েছে।শুধু মাত্র মজার ভিডিওই নয়, বসিরহাট সাংসদ তার উষ্ণ অবতারে অঙ্গভঙ্গির দ্বারা ভিডিও পোস্ট করেছিলেন তার টিকটক একাউন্টে। যার দরুন নেটিজেনদের সমালোচনার মুখেও পরতে হয়েছিল তাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম