Home বিনোদন বিয়ের আগেই সিদুরে রাঙা, হবু স্বামীর সাথে সিদুর খেলায় মাতলেন প্রমিতা চক্রবর্তী

বিয়ের আগেই সিদুরে রাঙা, হবু স্বামীর সাথে সিদুর খেলায় মাতলেন প্রমিতা চক্রবর্তী

সোশ্যাল মিডিয়া বর্তমানে এমন একটি প্লাটফর্ম যে প্লাটফর্ম এর মাধ্যমে সেলিব্রিটিরা খুব তাড়াতাড়ি তার অনুরাগীদের সামনে চলে আসতে পারে। সেলিব্রিটিরা তাদের জীবনের প্রতিটি মুহূর্তের ছবি পৌঁছে দিতে পারে তাদের অনুরাগীদের সামনে। সম্প্রীতি সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু সিঁদুর খেলার ছবি। আর সেই রীতিতে নিজের নাম লেখালেন বাংলা ধারাবাহিক এর সেলিব্রিটি জুটি রুদ্রজিৎ ও প্রমিতা। বিজয়ার সিঁদুর খেলার ছবি পোস্ট করেছেন তারা সোশ্যাল মিডিয়ায়।

করোনা অবহে এবছর দুর্গাপূজা কেউই খুব একটা উপভোগ করতে পারেনি। কিন্তু বিজয়া দশমীতে সিঁদুর কমবেশি সকলেই খেলেছে। আর সকলেই সেই সিঁদুর খেলার ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। এর ব্যতিক্রম হলেন না অভিনেত্রী প্রমিতা। তিনিও তার সিঁদুর খেলার ছবি পোস্ট করেছেন। ছবিটি মুহূর্তে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিটিতে দেখা যাচ্ছে প্রমিতা লাল শাড়ি ও গয়না পরে রয়েছে আর তার পাশেই রূদ্রজিৎ পাঞ্জাবী পরে রয়েছে। কিছুদিন পরেই তাদের বিয়ে হতে চলেছে। আর বিয়ের আগেই তিনি তার হবু স্বামীর হাতে সিঁদুর দিয়ে নিজেকে রাঙিয়ে নিলেন।

আগামী বছরের ১৪ ফেব্রুয়ারী তারা বিয়ে করবেন। জানা গিয়েছে , পুরুলিয়ার একটি রিসোর্ট এ তারা তাদের কাছের মানুষদের নিয়েই তার বিয়ে সেরে ফেলবেন। এর আগে তারা যদিও অযোধ্যা পাহাড়ে তাদের প্রি ওয়েডিং ফটোসুট সেরে ফেলেছিলেন। এর মধ্যে প্রমিতা তার হবু শ্বশুরবাড়ি থেকেও ঘুরে এসেছে। আর এবার তার বিজয়ার হবু স্বামীর সাথে সিঁদুর খেলার ছবি ঘোরাঘুরি করছে সোশ্যাল মিডিয়ায়। সুন্দর ট্রাডিশনাল সাজে মুখে লাজুক মাখা হাসিতে ধরা দিলেন প্রমিতা। মুহূর্তে সেই ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। ছবি জুড়ে লাইক কমেন্ট এর ঝড়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম