ট্রাক্টর নিয়ে মিছিল করতে পারবে কিনা তা ঠিক করার সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট কেন্দ্রকেই দিয়েছিল৷ এদিন কৃষক সংগঠনের এক সদস্য জানিয়েছে, সরকার সেই মিছিলের অনুমতি দেয়নি৷ কারণ হিসেবে বলা হয়েছে, কৃষকরা যে জায়গায় মিছিল করার কথা জানিয়েছে সেটি ‘অত্যন্ত স্পর্শকাতর’ এলাকা৷
এদিকে কৃষকরা প্রস্তাবিত জায়গাতেই মিছিলের দাবিতে অনড়৷ জানিয়েছে, সেখানেই ট্রাক্টর মিছিল হবে৷ এই অবস্থায় শুক্রবার দিল্লি পুলিশের সঙ্গে আলোচনায় বসছেন কৃষকরা৷ সেখানে আলোচনা করে সমাধানসূত্র বের করার চেষ্টা হবে৷
গত কয়েকদিন ধরে সিংঘু সীমান্তে দিল্লি পুলিশ ও চাষিদের মধ্যে বৈঠক হচ্ছে৷ সেখানে ট্রাক্টর মিছিলের রুট খতিয়ে দেখে পুলিশ৷ বৈঠকে দিল্লি পুলিশ কৃষকদের কাছে অনুরোধ করেছে, যাতে তারা দিল্লির বাইরে কেএমপি এবং কেজিপি হাইওয়েতে মিছিল করে৷ পুলিশের এই প্রস্তাব কৃষকদের পছন্দ হয়নি৷
একটি কিষাণ ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজিন্দর সিং দীপ সিং ওয়ালা জানিয়েছেন, দিল্লি পুলিশের একটি ৭-৮ জনের প্রতিনিধি দল কৃষকদের সঙ্গে বৈঠক করে৷ তারা আবেদন করে, যেন দিল্লির বাইরে কৃষকরা ট্রাক্টর মিছিল করে। কিন্তু কৃষকরা জানিয়ে দিয়েছে, আউটার রিং রোডে তারা ট্রাক্টর প্যারেড করবে৷
এদিকে কৃষক আন্দোলন প্রায় দু’মাস গড়াতে চলল৷ এখনও সরকার ও কৃষকদের মধ্যে আলোচনায় কোনও ফল বের হয়নি৷ কৃষকরা নিজেদের দাবিতে অনড়৷ তাদের দাবি, তিনটি কৃষি আইন প্রত্যাহার করতে হবে৷