Home অফবিট গাছ নয় যেনো অক্সিজেন ভান্ডার, কি সেই মূল্যবান গাছ!

গাছ নয় যেনো অক্সিজেন ভান্ডার, কি সেই মূল্যবান গাছ!

গাছ যেন অক্সিজেন ভান্ডার।।

তুলসী গাছ :- তুলসী গাছের উপকারিতা বলে শেষ করা যাবে না। তুলসী গাছ যেমন সর্দি কাশি নিরাময় করতে সাহায্য করে তেমনি প্রচুর পরিমানে অক্সিজেন সরবরাহ করে। ঘরের ভেতরে তুলসী গাছ রাখলে ২০ ঘন্টা পযন্ত অক্সিজেন সরবরাহ করবে। এছাড়া কার্বন ড্রাই অক্সইড , কার্বন মন অক্সইড এর মতো বিষাক্ত গ্যাস গুলোকে শোষণ করে ঘরকে শুদ্ধ রাখে।

 

 

ফিকাস :- এই গাছ প্রচুর পরিমানে অক্সিজেন এর জোগান দেয়। এই গাছ বাতাসকে পরিশুদ্ধ রাখে। এই গাছে খুব বেশি আলো ও জলের প্রয়োজন হয় না।

 

বাঁশ গাছ :- ঘরে অক্সিজেন এর পরিমান প্রচুর পরিমানে বাড়ায় বাঁশ গাছ। বাতাসের দূষিত কনা , ক্ষতিকারক টেক্সন বেঞ্জিন বাঁশ গাছ শোষণ করে।

 

এলোভেরা :- ঘরে এলোভেরা থাকলে অক্সিজেন এর পরিমান বৃদ্ধি পায়। এলোভেরা কার্বন ড্রাই অক্সাইড , কার্বন মনো অক্সাইড এর মতো ক্ষতিকারক টক্সিন শোষণ করে ঘরকে দূষণ মুক্ত রাখে।

 

স্পাইডার প্ল্যান্ট :- এই গাছটি কম আলোতে অনেক সালোক সংশ্লেষ করতে পারে। এই গাছ প্রায় ২০০ বর্গ মিটার এলাকার বাতাস পরিশুদ্ধ রাখে। এই গাছ প্রচুর পরিমানে অক্সিজেন এর জোগান দেয়।

 

আইডি :- এই গাছ মাত্র ৬ ঘন্টার মধ্যে ঘরের বাতাসের মধ্যে প্রায় ৬০ % টক্সিন শুষে নেয়। এছাড়া ৫৮% দুর্গন্ধ শোষণ করে নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম