ফরোয়ার্ডব্লকের সাথে সম্পর্ক ত্যাগ করলেও নেতাজির কে সামনে রেখে নতুন করে সংগঠন বাড়াতে উদ্যোগী হলো শ্রমিক সংগঠন টি ইউ সি সি। রাজনৈতিক মহলে ফরোয়ার্ডব্লকের শ্রমিক সংগঠন রূপে পরিচিত সর্বভারতীয় শ্রমিক সংগঠন টি ইউ সি সি কিছুদিন আগেই আইনগত বিচ্ছেদ ঘটিয়েছে ফরোয়ার্ডব্লকেরসাথে,যদিও সেটা মানতে নারাজ ফরোয়ার্ডব্লকের নেতৃত্ব লড়াই চালিয়েযাচ্ছে টি ইউ সি সি তে নিজেদের নেতৃত্ব কায়েম করবার জন্য। এই পরিস্থিতি তেই নেতাজি কে সামনে রেখে দেশব্যাপী কর্মসূচী গ্রহণ করল শ্রমিক সংগঠন টি ইউ সি সি। আগামী ২১ অক্টোবর আজাদহিন্দ দিবস উদযাপনের মাধ্যমে শুরু হওয়া এই কর্মসূচী শেষ হবে আগামী বছরের ২৩ জানুয়ারী নেতাজীর জন্মদিবস উদযাপনের মাধ্যমে।
এক প্রেসবার্তায় টি ইউ সি সি র রাজা সভাপতি রবীন্দ্রনাথ চক্রবর্তী জানান দেশব্যাপী গৃহীত এই কর্মসূচীর সূচনা পশ্চিমবঙ্গে তারা করবেন রেডরোড এর নেতাজিমূর্তি ও INA বেদীতে মাল্যদান ও আজাদহিন্দ সরকারের মতাদর্শ নিয়ে আলোচনা ও শপথবাক্য পাঠের মধ্য দিয়ে। পাশাপাশি বেলেঘাটার CIT রোডের নেতাজী মূর্তি কে কেন্দ্র করে ও বাঘাযতীনে একই ধরনের কর্মসূচী উদযাপিত হবে।
টি ইউ সি সির সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক শিবপ্রসাদ তিওয়ারি জানান দেশব্যাপী এই কর্মসূচিতে তাদের সংগঠকরা গ্রামে ও শহরে জনসংযোগ ও রাত্রিবাস করে নেতাজীর প্রতিষ্ঠিত আজাদহিন্দ সরকারের মতাদর্শ প্রচারের পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের নিঃশুল্ক নথিভুক্তিকরণ ,অসংগঠিত শ্রমিকদের সামাজিক নিরাপত্তা প্রকল্পের প্রচার ও সেটি পেতে সহযোগীতা করা এবং নির্মাণ কর্মী সোহো সকল স্তরের শ্রমিকদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করণের লক্ষ্যে সরকারী যাবতীয় পরিকল্পনার যথাযথ ও ব্যাপক প্রচারের কাজ করবেন।