fbpx
Friday, July 30, 2021
Homeনতুন খবরকরোনায় আক্রান্ত টুম্পা

করোনায় আক্রান্ত টুম্পা

করোনায় আক্রান্ত টুম্পা

করোনা দ্বিতীয় ঢেউয়ের থাকা অনেক আগেই পরে গেছে তারকা মহলে। প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে একের পর এক তারকার করোনা পসিটিভ এর খবর। এবার করোনা আক্রান্ত হলেন অভিনেত্রী সুমনা দাস অর্থাৎ বাঙালির প্রিয় টুম্পা। গত বছর কালী পুজোর আগে মুক্তি পায় টুম্পা সোনা গানটি। মুক্তি পাওয়ার পর থেকেই গানটি বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল। সুমনা আগে করোনা উপসর্গ লক্ষ্য করে নিজেকে আইসোলেশনে রেখেছিলেন। চিকিৎসক এর পরামর্শ মতো ঔষুধ খাচ্ছিলেন। রবিবার সুমনা করোনা টেস্ট কোরান তাতে তার রিপোর্ট পসিটিভ আসে। সুমনা জানান , ” এই সময় মন ভালো রাখা খুবই দরকার। মন ভালো রাখতে ওটিপিতে সিনেমা ও ওয়েব সিরিজ দেখছেন।

 

 

 

 

” তিনি আরও বলেন , তার করোনা আক্রান্ত শুনে তার আত্মীয়স্বজন ও বন্ধুরা তাকে ফোন করছেন আর তিনি তাদের সাথে ফোনে কথা বলে নিজেকে ভালো রাখার চেষ্টা করছেন। প্রসঙ্গত , সুমনা দাসের টুম্পা সোনা গানটিতে কোমর দুলানো নাচ যুব সমাজের হৃদয় কাবু করে ফেলেছিল। পুজো প্যান্ডেল থেকে শুরু ক্লাব ঘরে ঘরে বিভিন্ন অনুষ্ঠানে টুম্পা সোনা গানটি বাজতো।

 

 

 

আর এই টুম্পা এখন করোনা আক্রান্ত। সুমনা কলকাতায় এসেছিলেন বাংলাদেশ এর ছবি অগ্নিবিনা শুটিং এর জন্য। এক সংবাদ মাধ্যমে তিনি জানান তিনি শুটিং চলাকালীন তার করোনা উপসর্গ লক্ষ্য করেন। তার পর তিনি নিজেকে আইসোলেশনে রাখেন। ধীরে ধীরে বুঝতে পারেন তার উপসর্গ বাড়ছে শরীরে ব্যাথা বারে। স্বাদ ও গন্ধ পান না। তাই মা ও বাবার সুরক্ষার জন্য তিনি নিজেকে তাদের থেকে দূরে রেখেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম