fbpx
Friday, July 30, 2021
Homeদেশকারচুপির অভিযোগে আগামী তিন মাস বন্ধ নিউজ চ্যানেলের রেটিং

কারচুপির অভিযোগে আগামী তিন মাস বন্ধ নিউজ চ্যানেলের রেটিং

নিউজ চ্যানেলের টেলিভিশন রেটিং পয়েন্ট বাড়তে কারচুপির অভিযোগ ওঠার পরেই আগামী তিন মাস নিউজ চ্যানেলের রেটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিলো ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বা BARC .রেটিং প্রকাশের দিন বৃহস্পতিবার থেকেই রেটিং প্রকাশ বন্ধ রেখে নিজেদের কাজের পুনর্মূল্যায়ন শুরু করলো BARC.

এই বিষয়ে বিএআরসি-র এক আধিকারিক বলেছেন, ”কয়েকটি সংবাদ চ্যানেলের বিরুদ্ধে টাকা দিয়ে রেটিং বাড়ানোর অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে সাপ্তাহিক টিআরপি মূল্যায়ন ব্যবস্থা খতিয়ে দেখতে হবে। কোনও ফাঁক আছে কি না তা ও নজর দিতে হবে। বর্তমান এই পদ্ধতিতে কোনও ভুল রয়েছে কি না এবং কোনও পরিবর্তনের প্রয়োজন কি না তাও আলোচনা করা হবে। এর জন্য ৮ থেকে ১০ সপ্তাহ সময় লাগবে।’

ইতি মধ্যেই ১৩ অক্টোবর, মঙ্গলবার কলকাতা টিভির কর্ণধার ও সম্পাদক কৌস্তুভ রায় চিঠি দেন ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বা BARC কে তার অভিযোগ, এ বছর ৩৩ থেকে ৩৯ তম সপ্তাহের মধ্যে একটি নির্দিষ্ট মানদণ্ডে কলকাতা টিভির ১৯ শতাংশ বৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে BARC। কিন্তু অ্যাভারেজ টাইম স্পেন্ট ও সাপ্তাহিক জিআরপিতে তার কোনও প্রতিফলন তো নেই-ই, উল্টে ৩৩ তম সপ্তাহে কলকাতা টিভির জিআরপি যেখানে ছিল ৩০.৪৪ সেখানে ৩৯ তম সপ্তাহে তা কমে হয়েছে ২৫.২৪। তাদের প্রশ্ন, একই সঙ্গে বৃদ্ধি ও হ্রাস কী করে সম্ভব?

এরপর এবিপি আনন্দের নাম করে BARC এর কাছে নালিশ জানিয়েছে কলকাতা টিভি। সকাল ও সন্ধ্যায় এবিপি আনন্দের অ্যাভারেজ টাইম স্পেন্ট কলকাতা টিভির চেয়ে অনেক কম। কিন্তু তা সত্ত্বেও কীভাবে এবিপি আনন্দের অ্যাভারেজ রিচ পার্সেন্টেজ বেড়ে চলেছে? তাহলে কি নির্ণয় প্রক্রিয়ায় কারসাজি করছে এবিপি আনন্দ, নিরপেক্ষ তদন্ত করে দেখুক BARC। চিঠিতে আর্জি কলকাতা টিভির।

এই ঘটনায় প্রশ্নের মুখে দাঁড়িয়েছে BARC এর পরিকাঠামো। অভিযোগ উঠছে অধিক বিজ্ঞাপনের আশায় টেলিভিশন রেটিং পয়েন্ট বাড়াতে যেসব বাড়িতে টেলিভিশন রেটিং পয়েন্ট মাপার জন্য BARC এর মিটার অর্থাৎ বার ও মিটার লাগানো আছে সেখানে নিজেদের প্রতিনিধিদের পাঠিয়ে সেই বাড়ির কর্তাদের টাকা দিয়ে তাদের চ্যানেল টি দিনভর চালিয়ে রাখার ব্যবস্থা করছেন ,যারফলে বার যে ডেটা সংগ্রহ করে সেটাই প্রশ্নচিহ্নের মুখে পরে যায়। তাই তাদের এই পুনর্মূল্যায়নের প্রচেষ্টা কেস্বাগত জানিয়েছেন টিভি চ্যানেলগুলির সংগঠন ‘নিউজ ব্রডকাস্টারস অ্যাসোসিয়েশন’ .সংগঠনের সভাপতি রজত শর্মা বলেছেন, ”সংবাদ চ্যানেলগুলির টিআরপি নিয়ে সম্প্রতি কিছু খবরের কারণে একটি গণ্ডগোল তৈরি হয়েছে। আমাদের সংগঠনের সদস্যদের উপরেও এই কারণের জন্য চাপ এসেছে”।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম