মালদা, নিজস্ব প্রতিনিধি: করোনা সংক্রমনে গোটা বিশ্ব থমকে গিয়েছে, কিন্তু দেশের বিভিন্ন অংশে এখনো পাচার থেকে শুরু করে বিভিন্ন বেআইনি কাজকর্ম হয়েই চলছে। এবারে মালদা জেলাতে বেআইনি ব্রাউনসুগার সহ গ্রেফতার ২।
ঘটনাটি ঘটে রামনাথপুর এলাকায়,গোপন সূত্রে জানতে পেরে শনিবার গভীর রাতে মোথাবাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে ব্রাউন সুগার সহ দুই পাচাকারীকে গ্রেফতার করলো পুলিশ।পুলিশ সূত্রে খবর,ধৃত দুই ব্যক্তি একজনের নাম হলো ওয়াসিম শেখ যার বয়স আনুমানিক ৩৩বছর এবং ওপরজন সাহাবুল শেখ যা বয়স ২০, যাদের দুজনেরই বাড়ি হলো মালদা জেলার কালিয়াচক থানা এলাকাতে।
এই দিন ব্রাউন সুগারের ধরা পরতেই এলাকায় প্রবল উত্তেজনা দেখা দেয় সাধারণ মানুষের মধ্যে।পুলিশ অপরাধীদের কাছথেকে মোট ৩০০গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে যার আনুমানিক ভাবে বাজার মূল্য রয়েছে প্রায় লক্ষাধিক টাকা।রবিবার মোথাবাড়ি থানার পুলিশ এই দুই অপরাধীদের মালদা জেলা আদালতে পেশ করবে।