fbpx
Friday, July 30, 2021
Homeভাইরাল খবরফুচকার জলে 'প্রস্রাব' মিশ্রণ, বুঝতে পেরে দোকান ভাঙচুর করল জনতা

ফুচকার জলে ‘প্রস্রাব’ মিশ্রণ, বুঝতে পেরে দোকান ভাঙচুর করল জনতা

ফুচকা সকল মানুষের একটি অত্যন্ত প্রিয় খাবার,কিন্তু সেই ফুচকার সঙ্গেই ঘৃণ্য কাজ করেছেন একজন ফুচকা বিক্রতা।এটি কোহলা পুরের একটি ঘটনা।যার কারণে রাস্তায় দাঁড়িয়ে টক ঝাল ফুচকা খাওয়ার আনন্দের বারোটা বেজে গেছিল ওখানকার মানুষদের।সকলের তাতে গা শিউরে উঠেছে।ক্যামেরায় ধরা পড়েছে, ফুচকায় নিজের প্রস্রাব মিশিয়ে বিক্রি করেছে সে।

কলহাপুরের খুব জনপ্রিয় সে,ফুচকা বিক্রির জন্য। ছেলেমেয়েরা ভিড় করে ফুচকা খেত তার কাছে। এমনকী লাইনও লেগে যেত। কিন্তু এত জনপ্রিয় ফুচকাওয়ালার কেলেঙ্কারি দেখে স্তম্ভিত কোলহাপুরের মানুষ। ভিডিওয় পরিষ্কার দেখা গিয়েছে, ফুচকার তেঁতুল জলে প্রস্রাব মিশিয়ে বিক্রি করেছে সে।সেই ভিডিও ভাইরাল হয় নেট দুনিয়াতে সকল প্রিয় মানুষের থেকে এক নিমেষেই ঘৃণার পাত্র হয়ে ওঠে সেই ফুচকা বিক্রেতা।

২০১৭ সালে প্রায় এমনই ঘটনা ঘটেচিল গুজরাতে। বাথরুম পরিষ্কারের রাসায়নিক ফুচকায় মিশিয়ে বিক্রি করতে গিয়ে ধরা পড়ে জনৈক ফুচকাওয়ালা। তার ৬ মাস জেল হয়।
জানাজানি হতে ফুচকাওয়ালার গাড়ি ভাঙচুর করেন স্থানীয় মানুষ। সব ফুচকা ফেলে দেন রাস্তায়। মহারাষ্ট্রে এর আগেও ফুচকার বাটিতে প্রস্রাব মেশাতে গিয়ে এক ফুচকাওয়ালা ধরা পড়ে। মহারাষ্ট্র নবনির্মাণ সেনা তখন ৩০০-র বেশি ফুচকা স্টল ভেঙে দেয়, আন্দোলনেও নামে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম