fbpx
Friday, July 30, 2021
Homeভাইরাল খবরহলুদ শাড়ি পড়েই তুমুল নাচ যুবতীর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

হলুদ শাড়ি পড়েই তুমুল নাচ যুবতীর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় নানা রকম ভিডিও। বিশেষ করে যেসব মানুষরা সুযোগের অভাবে তাদের প্রতি প্রদর্শন করার কোন অবসর পেতেন না; তারা সোশ্যাল মিডিয়াকে তাদের প্রতিভা প্রদর্শনের মঞ্চ হিসেবে ব্যবহার করছে। মিডিয়ার শ’ক্তির সব থেকে বড় উদাহরণ হল রানু মন্ডল।

বর্তমানে ভারতীয় প্রতিভা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিদেশের মাটিতে ও হচ্ছে ভাইরাল। বর্তমানে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে,

একটি মেয়ে হলুদ শাড়ি পড়ে “বড়ি মুসকিল বাবা বড়ি মুসকিল” গানটিতে সকলের সামনে পার’ফর্ম করছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে,

সেখানে অনেক মানুষ একসাথে রয়েছে, মনে করা হচ্ছে এটি কোন নাচের স্কুল, বা কোন অফিস। মেয়েটির নাচ পার’ফর্ম করার আগে প্রথমে স্প্যা’নিশ ভাষায় তাদের বলে দিচ্ছে সে কি পারফর্ম করতে যাচ্ছে।

সকলে মিলে তাকে উৎ’সাহ দিচ্ছেন, অনেকে আবার তার নাচের ভিডিওটি রে’কর্ড পর্যন্ত করছেন। ভিডিওটি পুরোনো হলেও পুনরায় ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।যদিও মেয়েটির হলুদ শাড়িতে তার দু’র্ধর্ষ নাচ অলরেডি আ’গু’ন লাগিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও মেয়েটির পরিচয় সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম