Dainik Khabor :- মার্চ মাসের শুরু হওয়া, ভারত চীনের মধ্যে যুদ্ধের পরিস্থিতি শুরু হয় তা এখনও অবসান হয়নি। দিনের পর দিন সেটি আরো ভয়ানক পরিস্থিতি ধারণ করছে। এই পরিস্থিতিতে রাশিয়া-আমেরিকা, ইসরায়েল অস্ট্রেলিয়া, জাপানের মত দেশ ভারতের পাশে এসে দাঁড়িয়েছে। যদিও চীনের পাশে উত্তর কোরিয়া, পাকিস্তানের মতো দেশ রয়েছে। তবে তিনি উস্কানিমূলক মনোভাবকে রাষ্ট্রের বড় দেশ কোনটি কোনোভাবে মেনে নিচ্ছে না। আমেরিকা চীন কে কড়া ভাষায় তীব্র আক্রমণ জানিয়েছে।
ভারত-চীনের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দুই দেশেই উচ্চ পর্যায়ে বৈঠক করছেন। বৈঠকেও কোন সমাধান সূত্র বেরোচ্ছে না, চীন তাদের নীতি থেকে একটু সরে দাঁড়াচ্ছে না। বরঞ্চ দিনের-পর-দিন লাদাখ সীমান্তে সেনা বাড়িয়েই চলেছে চীন, এই দিকে ভারত ও পিছিয়ে নেই , ভারত ও ইতিমধ্যে ৩০হাজার সেনা মোতায়েন করেছে লাদাখ সীমান্তে,।
লাদাখের সেনাদের মনোবল বাড়ানোর জন্য গতকাল লাদাখে গেছেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে গিয়েও তিনি নাম না করে চীনকে কড়া ভাষায় বার্তা দিয়ে এসেছেন। প্রধানমন্ত্রী এই সফরকে অনেকে মনে করছেন যে ভারতের সেনাদের মনোবল বাড়ানোর ক্ষেত্রে অনেকটাই কাজে দিয়েছে। প্রধানমন্ত্রী লাদাখ সফরের পরই, লাদাখ সীমান্তে আরো ১০ হাজার সেনা বাড়ানো হয়েছে। এবং এর সঙ্গে আজকে লাদাখে সারাদিন উড়ে বেড়াতে দেখা গেল মিগ্, সুখই এর মতন যুদ্ধবিমান কে। তবে কি চীনকে কড়া বার্তা দিতেই ভারতের এই বিমান উড়ান। কারণ ভারত লাদাখ সীমান্তে দিনের-পর-দিন শক্তি বাড়িয়ে চলেছে।