fbpx
Sunday, August 1, 2021
Homeবিনোদনপরনে নীল পোশাক ছবি পোস্ট করে উষ্ণতা ছড়াল রচনা

পরনে নীল পোশাক ছবি পোস্ট করে উষ্ণতা ছড়াল রচনা

গতকাল দোলের রঙ রাঙিয়ে দিয়েছে বাঙালিকে । সেই সাথে সাথে আমরা আমাদের প্রিয় অভিনেত্রীদের কেও দোলের রঙে ভেসে যেতে দেখেছি । মুখ ভরা নানা রঙের আবির নিয়ে সকলকেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবিতে দেখা গেছে । কিন্তু যার কথা না বললেই নয় , তিনি আমাদের অন্যতম প্রিয় অভিনেত্রী তথা আমাদের দিদি নম্বর ওয়ান রচনা ব্যানার্জি ।

 

 

রুপোলি পর্দায় তার একের পর এক সিনেমায় অভিনয় দর্শকদের মন জয় করেছে । টলিউড এ চিরঞ্জিত , প্রসেনজিৎ , মিঠুন সকলের সাথেই তিনি জুটি বেধে কাজ করেছেন । অন্যদিকে বলিউড এ অমিতাভ বচ্চনের সাথে ‘ সুরিয়াবংশম ‘ সিনেমায় ও তার অভিনয় ছিল মন মুগ্ধকর । শুধু টলিউড বা বলিউড নয় তামিল সিনেমা তেও অভিনেত্রীর জুরি মেলা ভার । অভিনয় জগৎ থেকে বিদায় নিয়ে অভিনেত্রী এখন সকলের প্রিয় দিদি নম্বর ওয়ান । সাধারণ মানুষের দুঃখ কষ্ট ভাগ করে নিয়েছেন তিনি এই ইনিংসের মাধ্যমে । এরপর সোনা যাচ্ছে দিদিকে অন্য আর একটি ইনিংসে নতুন রূপে দেখা যাবে ।

 

 

যদিও নতুন রূপে নতুন করে তো দিদিকে ইনস্টাগ্রাম পেজে দেখা গেছে । দোলের আবির মুখে নিয়ে নীল রঙের একটি ওয়ান পিস পরে অসাধারণ সুন্দর লাগছে দিদিকে । বয়স্ ৪৬ এর কাছাকাছি হলে কি হবে দিদিকে এই নতুন সাজে প্রায় চেনাই যাচ্ছে না । যদিও রচনা ব্যানার্জি মানেই এভারগ্রীন , ফিট এন্ড ফাইন । তাকে দোলের দিনে সুন্দর সাজে সজ্জিত দেখে নতুন করে ক্রাশ খাচ্ছে তার অনুগামীরা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম