fbpx
Saturday, July 24, 2021
Homeনতুন খবরনতুন মালিকের অপেক্ষায় হোয়াইট হাউজ ( White House)

নতুন মালিকের অপেক্ষায় হোয়াইট হাউজ ( White House)

শুভজিৎ দত্তগুপ্ত :ফের রিপাবলিকান প্রেসিডেন্ট নাকি এ বার ডেমোক্র্যাট? ডোনাল্ড ট্রাম্পই থাকবেন আরও চার বছর? নাকি জো বাইডেনের কাছে তাঁকে পরাজয় স্বীকার করে সরতে হবে? আর কয়েক ঘণ্টার মধ্যে ঠিক হয়ে যাবে হোয়াইট হাউজে যাবেন কে।৪৬ তম প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে আমেরিকায়। এই প্রথম কোন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে রয়েছেন। ভাইস প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাট প্রার্থী হয়েছেন কমলা হ্যারিস। তার জন্য গতকালই তামিলনাড়ুতে পুজো দিয়েছেন তার গ্রামের বাসিন্দারা।

নির্বাচনে জিততে হলে ডোনাল্ড ট্রাম্পকে ফ্লোরিডা এবং জর্জিয়ায় জিততেই হবে।এই দুটি রাজ্যে জয় পাওয়াটা জো বাইডেনের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।ফ্লোরিডা থেকে এখন পর্যন্ত যে ফলাফলের আভাস আসছে – তাকে ‘মিশ্র’ বলা যায়।বাইডেন যদি এ দুটি রাজ্যের অন্তত একটিতে জিততে পারেন, তাহলে হয়তো বেশ আগেভাগেই তার প্রেসিডেন্ট হওয়া নিশ্চিত হয়ে যেতে পারে।

অন্যদিকে যদি ট্রাম্প এ দুটি রাজ্য নিজের হাতে রাখতে পারেন – তাহলে পর্যবেক্ষকদের নজর ঘুরে যাবে যুক্তরাষ্ট্রের উত্তর, নর্থ ক্যারোলাইনা এবং মধ্য-পশ্চিমের শিল্পকারখানা-সমৃদ্ধ রাজ্যগুলোর দিকে।নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে ভোটের ফল জানতে দেরি হবে। কারণ ভোট শুরু হতে দেরি হওয়ায় কর্মকর্তারা সেখানে ভোটগ্রহণের শেষ সময় পিছিয়ে দিয়েছেন।

এ বছর প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির মোট ২৪ কোটি ভোটারের মধ্যে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ১৯ কোটি। করোনাভাইরাস মহামারির কারণে এই ভোটারদের মধ্যে ১০ কোটির বেশি ইতোমধ্যে আগাম ভোট দিয়েছেনযে কারণে ভোটের ফল পেতে বিলম্ব হতে পারে এবং প্রাথমিক ফলাফলে একজন প্রার্থী এগিয়ে থাকলেও পরে তা বদলে যেতে পারে।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম