fbpx
Friday, July 30, 2021
Homeভাইরাল খবরহটাৎ সোহমকে হরলিক্স খাবার কথা কেনো বললেন দেব?

হটাৎ সোহমকে হরলিক্স খাবার কথা কেনো বললেন দেব?

বাংলা সিনেমা জগতের অন্যতম দুই তারকা দেব এবং সোহম। দুজনের মধ্যে বন্ধুত্বটাও খুব নিবিড়, তবে এবারে হটাৎ প্রিয় বন্ধুকে হরলিক্স খাবার কথা কেনো বললেন দেব?হরলিক্স খাওয়াটা খারাপ নয় আসলে, সোহমের ছোট বেলার এক ছবি যেখানে,”মা একটু হরলিক্স দাও না, চেটে চেটে খাব”, বছর চারেকের বিট্টুর(সোহম)মুখের এই সংলাপ কয়েক দশক ধরেই ভাইরাল নেট দুনিয়ায়।বর্তমানে সেই ছোট্ট বিট্টু এখন বাংলা সিনেমার সুপারস্টার সাথেই একজন রাজনৈতিক ব্যক্তিত্বও বটে।

 

 

গতবছর ২৩ শে নভেম্বর অভিনেতার বিবাহ বার্ষিকীতে স্ত্রী তনয়ার সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী।এর পরেই বন্ধু দেবের সেই ছবিতে কমেন্ট,পোস্টে সোহমকে ‘হরলিক্স’ নিয়ে হালকা খোঁচা দিয়ে শুভেচ্ছা জানিয়ে দেব লিখেছেন, ‘আরও ৮০ বছর কাটানোর জন্য সাবধানে থাক। বেশি বেরোস না। নিজের খেয়াল রাখ। দরকার পড়লে একটু হরলিক্স খা’।দেবের এইরূপ পোস্টের পর থেকেই ব্যাপক হারে ভাইরাল হতে থাকে সেই ছবি।হটাৎ সোহমকে হরলিক্স খাবার কথা কেনো বললেন দেব?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম