Home বিনোদন বাকি মাত্র দু'দিন, মুক্তি পেতে চলেছে সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি'দিলবেচারা'

বাকি মাত্র দু’দিন, মুক্তি পেতে চলেছে সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি’দিলবেচারা’

দৈনিক ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রায় ২মাস হতে চলেছে, তবে মৃত্যুর পরেও মানুষের মনে তার ছাপ তিনি ফেলে গিয়েছেন, সিমেমা জগতের এই তারকা মৃত্যুর ঘটনায় একাধিক বার দেশের বিভিন্ন শহর, এলাকা থেকে তার সমর্থকেরা তার মৃত্যুর সিবিআই তদন্ত চেয়ে বিক্ষোভও করেছে।

মৃত্যুর আগে কাজ করে যাওয়া তার শেষ ছবি ‘দিল বেচারা’মুক্তি পেতে চলেছে আর মাত্র ৪৮ঘন্টা বাদেই।জানা গিয়েছে, হটস্টারে আসতে চলেছে সুশান্তের এই শেষ ছবি ‘দিল বেচারা’। কয়েকঘন্টা আগেই ছবির পরিচালক আনুষ্ঠানিক ভাবে জানান, আগামী ২৪শে জুলাই ডিজনি হটস্টারে সন্ধে ৭. ৩০টায় সম্প্রচারিত হবে ‘দিল বেচারা’।বেশ কিছুদিন আগেই সিনেমার বেশ কিছু গান টিভির পর্দায় দেখা যায়।

‘দিল বেচারা ‘ ছবিতে সুশান্তের সহজাত অভিনয়ের ক্ষমতা তার বিভিন্ন এক্টিং স্কিল এবং সুন্দর নাচের অভিজ্ঞতা, এর আগেই তার এই সিনেমার ৩টি রিলিস হওয়া গানের মধ্যে দিয়েই দেখা গিয়েছে।অনেকেই মনে করছেন সুশান্তের এই সিনেমা একটি বড়ো সাফল্যের দিকে এগোতে সক্ষম হবে। সকলেই হয়তো সুশান্তের জীবনের শেষ সিনেমা দেখতে বসবেন তবে যার বা যেই নায়কের অভিনয় দেখতে বসবেন সেই এই দুনিয়াতে নেই, সত্যিই কতটা কষ্টের বিষয় তাই না?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম