গঙ্গারামপুর থানার গোপালপুর মধ্যেপাড়া এলাকা সাপের কামড়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় সমগ্র এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মহিলার মৃত্যুর ঘটনায় তার সমগ্র পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মহিলার নাম ভারতী বর্মন। বয়স ৫৫ বছর। গঙ্গারামপুর থানার গোপালপুর মধ্যেপাড়ায় তার বাড়ি।
সূত্রে জানা যায় , তারা বাড়িতে স্বামী ও স্ত্রী থাকতেন। এই দুজনেই থাকতেন আর কেউ থাকতেন না। তার তিন মেয়ে আছে। কিন্তু অনেক দিন আগেই তিন মেয়ের বিয়ে হয়ে গেছে। তার বাড়ি গোপালপুর মধ্যেপাড়াতেই। সোমবার মনসা পুজোর দিন রাতে ঘটনাটি ঘটেছে। সূত্রে জানা গেছে সোমবার রাতে তিনি কিছু প্রয়োজনীয় সামগ্রী আনতে বাজারের উদ্দেশ্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। তিনি রাত সাড়ে সাতটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু রাস্তাতেই তাকে সাপ কামড় দেয়। সেদিন ছিল মনসা পুজোর রাত।
স্থানীয় সূত্রে খবর , সাপ কামড়ানোর পর তিনি ভীষণ অসুস্থ হয়ে যান এবং তারপর তাকে গঙ্গারামপুর সুপার স্পেশালিস্ট হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলে। কিন্তু শেষ রক্ষা আর হয়নি হাসপাতালেই মারা যান মহিলা। তার পর মঙ্গলবার তার দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে গঙ্গারামপুর স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। এরপর গঙ্গারামপুর থানার পুলিশ সমস্ত ঘটনার তদন্ত শুরু করে দেয়। মনসা পুজোর দিন রাতে এরকম ঘটনার ফলে শোকাহত হয়ে পরে তার পরিবার সহ ওই এলাকার বাসিন্দারা।