fbpx
Sunday, August 1, 2021
Homeভাইরাল খবরউ'ফ ভিতরে বেজায় গরম! এই বলে ইমার্জেন্সি দর্জা খুলে বিমানের পাখায় হাঁটতে...

উ’ফ ভিতরে বেজায় গরম! এই বলে ইমার্জেন্সি দর্জা খুলে বিমানের পাখায় হাঁটতে লাগলেন এক মহিলা

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এমন একটি মাধ্যম যে মাধ্যমে নানা ধরণের ঘটনা নেটিজেনেদের চোখে পরে। আর কিছু কিছু এমন ঘটনা দেখা যায় যে ঘটনাগুলিতে সত্যিই অনেকটা জীবনের ঝুকি থাকে। আর এইসব ঘটনা দেখে নেটিজেনেরা হতবাক হয়ে যান। এমনি এক হতবাক হওয়ার মতো ঘটনা ঘটলো ইউক্রেনের কিয়েভ বিমানবন্দরে।

সত্যিই এক ভয়ঙ্কর ঘটনার দৃশ্য দেখা গেলো ইউক্রেনের কিয়েভ বিমানবন্দরে। এক মহিলা বিমানের মধ্যে হঠাৎ গরম লাগছে , অস্বস্তি লাগছে , শরীর ভালো লাগছে না বলে বিমানের বাইরে বের হতে চাইলেন। সূত্রে খবর , ওই মহিলা টার্কিতে ছুটি কাটিয়ে বাড়ি ফিরছিলেন। মহিলার দুটো সন্তান আছে।

বিমানটি ইউক্রেনের কিয়েভ বিমানবন্দরে পৌঁছনোর পর তিনি এমন গরম লাগছে , অস্বস্তি হচ্ছে , শরীর ভালো লাগছে না বলতে শুরু করেছিলেন। কিন্তু তাকে বিমান এর বাইরে বের হওয়ার অনুমতি দেওয়া হয় না।তারপর বিমানের ইমার্জেন্সি দরজা খুলে মহিলা বিমানের ডানার মধ্যে হাটাহাটি করতে থাকে।

এই ঘটনার ফলে ওই মহিলা নিজের জীবনের সঙ্গে সঙ্গে বাকি যাত্রীদের জীবন সংকট এ ফেলেছিলেন তাই ইন্টারনালনাল এয়ারলাইনন্স থেকে ওই মহিলাকে কালো তালিকা অন্তভুক্ত করা হয়েছে। মহিলা হঠাৎ করে গরম গরম করে এমন ঘটনা ঘটালেন কিন্তু তারজন্য মহিলার কেনো চিন্তাভাবনাই ছিল না।

কিন্ত মায়ের বিমানের ডানার ওপর দিয়ে হাটাহাটি করার দৃশ্য দেখে দুই সন্তান ভয়ে মা আ আ মা আ আ বলে চেঁচিয়ে উঠেছিল কিন্তু মহিলার মধ্যে কেনো ভয় ছিল না। বিমানে উঠে এমন ভয়ঙ্কর ঘটনার খবর মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরে। আর খবরটি দেখে রীতিমতো হতবাক হয়ে থাকেন নেটিজেনেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম