জলের নিচে পরে থাকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বিশাল এক বোমা ফাটিয়ে ধ্বংস করল পোলান্ডের সেনা,বলা ভালো বোমাটি নিষ্কৃয় করতে গিয়ে বিস্ফোরণ ঘটল বোমাটিতে।তবে সৌভাগ্যবশত এই বিস্ফোরণে কেউ ক্ষতিগ্রস্থ হননি। বাল্টিক সাগরের কাছে একটি খাঁড়িতে পড়ে ছিল এই বোমা। ৫ হাজার কেজির ওই বোমা বিস্ফোরণে জল লাফিয়ে উঠল কয়েক তলা বাড়ির সমান।১৯৪৫ সালে নাত্সি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের সময়ে ওই বোমাটি ফেলে রয়্যাল এয়ারফোর্স।
পোল্যান্ডের সিনোজেসির খাঁড়িতে ড্রেজিং করার সময়ে টল বয় বা আর্থকোয়েক বোমা নামক এই বোমাটির সন্ধান পাওয়া যায়। জলস্তরের ১২ মিটার নিচে শুধুমাত্র মুখ বেরিয়ে ছিল এটির। বোমাটি লাম্বায় ৬ মিটার। ভেতরে ছিল ২.৪ টন টিএনটি।
বোমাটি যেখানে পড়ে ছিল তার থেকে ৫০০ মিটার দূরেই রয়েছে একটি ব্রিজ। ফলে প্রথমদিকে পোলান্ড নেভি বিস্ফোরণ ঘটিয়ে বোমাটিকে নষ্ট করে ফেলার পরিকল্পনা বাতিল করে বিশেষ কৌশল কাজে লাগিয়ে বোমার ভিতরে থাকা বিস্ফোরক নিষ্কৃয় করার পরিকল্পনা করে। আর সেই কাজ করতে গিয়েই ভয়ঙ্করভাবে ফেটে যায় বোমাটি