Home অর্থনীতি বাজারে বিক্রির রেকর্ড হারালো Xiaomi মোবাইল ফোন, মাথায় হাত চিনা কোম্পানির

বাজারে বিক্রির রেকর্ড হারালো Xiaomi মোবাইল ফোন, মাথায় হাত চিনা কোম্পানির

দিনের পর দিন মানুষের মধ্যে স্মার্টফোন ব্যবহারের চাহিদা বেড়েই চলেছে আর এর সাথেই বেড়েছে মোবাইল ফোনের বিক্রিও।আর সেই জন্যেই স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাগুলোর প্রত্যেকেরই লক্ষ্য থাকে ভারতের বাজারের ওপর।ভারতের বাজারে বর্তমান পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা স্যামসাং (Samsung) বিক্রির এবং জনপ্রিয়তার দিকে অনেকটাই এগিয়ে।অথচ গত বছরের হিসাবে জুলাই থেকে সেপ্টেম্বর মাসে স্মার্টফোন বিক্রিতে চিনা সংস্থা’ সিয়াওমি'(Xiaomi)ছিল সবার শীর্ষে তবে বর্তমানে শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়ার ‘samsung’।

বাজারে চিনা কোম্পানি ‘Xiaomi’ মোবাইল ফোন বিক্রি কমে যাবার বিষয়কে অনেকেই চিনা পণ্যের ওপর ভারতীয়দের সার্জিক্যাল স্ট্রাইকও মনে করছেন।বিশেষজ্ঞদের একাংশের মতে, ভারত–চিন বর্তমান সম্পর্কের কথা মাথায় রেখে অনেকেই কিন্তু চিনা ফোন বয়কট করছেন।আর যাতে করে আবারও শীর্ষে পৌছেছে ‘samsung’।একটি সার্ভেতে উঠে এসেছে,গত বছর এই সময়ের তুলনায় স্যামসাংয়ের ফোন বিক্রি বেড়েছে ৩২ শতাংশ যা সত্যিই দক্ষিণ কোরিয়ার মোবাইল কোম্পানির কাছে একটা বড়ো মাইলস্টোন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম