Yamaha আনল নতুন বাইক, তেল নয়, এবার জলেই চলবে -সাধারনত মধ্যবিত্তদের সাধ্যের মধ্যে দুটো জিনিসের চাহিদা থাকে একটা ভালো ফোন ও একটা ভালো বাইক। ফোন সবার হাতে দেখা গেলেও বাইকের দামের জন্য অনেককেই পিছিয়ে যেতে হয়।
কিন্তু এই ধরনের মধ্যবিত্তদের কথা সবসময় মাথায় রেখেছে ।সভ্যতার অগ্রগতির সাথে সাথে ধীরে ধীরে প্রযুক্তিগত উন্নতি ঘটছে, গতিময় হচ্ছে পৃথিবী। এমন এমন নিত্যনতুন ভাবনার সাথে পরিচয় ঘটছে যা কল্পনাতীত।
এই পরিস্থিতিতে এমন একটি বাইক তৈরি করা হচ্ছে যা পেট্রোল ডিজেল নয় চলবে সাধারণ জলের সাহায্যে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।
সম্প্রতি রে’ডিক্যাল মোটরসাইকেলের এই ধারনা প্রকাশ করলো জনপ্রিয় সংস্থা Yamaha
প্রস’ঙ্গত 499 সিসি পেট্রোল ইঞ্জিন 4-stroke সি’ঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যুক্ত ক্লাসিক Yahama XT500 মডেলটি 1975-1981 সালের মধ্যে বিক্রি হওয়া অন্যতম সেরা বাইক ছিল। মনে করা হচ্ছে 2025 সালের পরই এই বাইকটি বাজারে আসতে চলেছে।