fbpx
Saturday, July 24, 2021
Homeবিনোদনরাজনৈতিক বিভেদ ভুলে মধ্যরাতে পার্টিতে যশ-নুসরত

রাজনৈতিক বিভেদ ভুলে মধ্যরাতে পার্টিতে যশ-নুসরত

রাজনৈতিক বিভেদ ভুলে মধ্যরাতে পার্টিতে যশ-নুসরত

টলিউডের নায়ক নায়িকা নুসরাত জাহান এবং যশ দাশগুপ্তের রহস্য দিন যত যাচ্ছে ততই ঘনীভূত হচ্ছে।রাজনৈতিক দিক দিয়ে আলাদা হলেও দুজনের মধ্যে দারুণ বন্ধু নাকি প্রেমের সম্পর্ক শুরু হয়েছে সেই নিয়ে নানান প্রশ্ন উঠেছে।অংশুমান প্রত্যুষ পরিচালিত এস ও এস ছবিতে একসঙ্গে অভিনয় করেন যশ ও নুসরত।এর মাঝেই টলিপাড়াতে গুঞ্জন শোনা উঠেছে,এই ছবির শ্যুটিং এর সময়ে এই দুই বন্ধুর মধ্যে ঘনিষ্ঠতা বেড়েছে!

 

 

ছবির প্রিমিয়ারে নুসরাতের সঙ্গে আসেন তার স্বামী নিখিল জৈন কে দেখা যায় নি।কিন্তু গত ডিসেম্বর থেকে স্বামী স্ত্রীর মধ্যে দুরত্ব বাড়ে এমনি খবর উঠে এসেছে।এমনকি দুজনেই এখন আলাদা থাকেন বলেও খবর পাওয়া গিয়েছে।গত ডিসেম্বরে সহ অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে রাজস্থান বেড়াতে যাওয়ার ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয় এরা নাকি প্রেম করছেন।একাধিকবার বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা গেছে যশ নুসরতের আর তাতে করেই সন্দেহ আরও বেড়েছে।

 

বিজেপির হয়ে এবারে জীবনের প্রথম ভোটে লড়াই করেন যশ তবে পরাজয় হাতে আসে তার।তবে এসব ভুলে যশ আর নুসরত এখন পার্টি করতে ভালোই ব্যস্ত, একই পার্টিতে দুজনের ছবি দেখা গেল। এই নিয়ে এদের প্রেমের জল্পনা শুরু হয়। তবে যশ নুসরত একসঙ্গে কোন ছবি পোস্ট করেননি। গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিক এর ডিরেক্টর রাজ কুমার গুপ্ত যশ এবং নুসরত এর সাথে দুটো ছবি শেয়ার করেছেন। আর এই ছবিতে ক্যপশানে লিখেছেন, “পার্টি টাইম”। যা বেশ ভাইরাল হয় সোশ্যাল দুনিয়াতে এবং তার জেরেই ব্যাপক সন্দেহ দানা বেঁধেছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম