Dainik Khabor:- ২০১৪ সালে দেশে পালাবদল ঘটে। দীর্ঘ কংগ্রেস সরকারের অবসান ঘটে, ২০১৪ সালে চলে আসে দেশের মোদি সরকার, যতদিন বেঁচে থাকে মোদি সরকারের জনপ্রিয়তা বাড়তে থাকে। আর এভাবেই দেশের প্রতিটা রাজ্যে পালাবদল করতে থাকে। ত্রিপুরাতে দীর্ঘ সিপিএম সরকারের পতন ঘটে এবং সেখানে কব্জা করে বিজেপি। এইভাবে আসামেও দীর্ঘ কংগ্রেস সরকারের অবসান ঘটে। ঠিক একইভাবে উত্তরপ্রদেশেও ক্ষমতায় আসে বিজেপি সরকার।
ভারতবর্ষের রাজনীতি তে যে দুজন মুখ্যমন্ত্রীর নাম এখন শোনা যায় তাদের মধ্যে একজন হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর অন্য জন হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দুজনে বক্তব্য তেই বোঝা যায় তারা রাজ্যে কোন দুর্নীতিতে সায় দিবেন না। গ্লোবাল ইভেন্টস এ বক্তব্য রাখার সময় যোগী আদিত্যনাথ বলেন যে উত্তর প্রদেশ থেকে দুর্নীতি এবং অপরাধ যে করেই হোক বন্ধ করব। কারণ আমাদের সরকারের মূল বক্তব্য হলো দুর্নীতি এবং অপরাধকে জিরো টলারেন্স করা।
রাজ্য শাসন ব্যবস্থা নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান যে রাজ্যের কোটি কোটি মানুষের দায়িত্ব তার সরকারের কাছে, বর্তমানে করোনা পরিস্থিতিতে তার রাজ্যে প্রায় চার কোটি পরিযায়ী শ্রমিক ফিরে এসেছে। তাদেরও দায়িত্ব তার কাঁধে এসে পড়েছে, তিনি সেই দায়িত্ব পালন করবেন, প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে আমরা তাদেরকে কাজের ব্যবস্থা করে দিবো। তিনি বলেন করো না পরিস্থিতি যেভাবে রাজ্যকে সামাল দেওয়া হয়েছে, তাতে করে আমরা আমাদের রাজ্য থেকে দুর্নীতি এবং অপরাধ কে মুছে ফেলতে পারবো অবশ্যই।