fbpx
Saturday, June 19, 2021
Homeজলপাইগুড়িবাইসন হত্যা করে সেই মাংস দিয়ে 'পিকনিক' করল এক দল যুবক! কাঠগড়ায়...

বাইসন হত্যা করে সেই মাংস দিয়ে ‘পিকনিক’ করল এক দল যুবক! কাঠগড়ায় অভিযুক্ত

উত্তরবঙ্গের বিভিন্ন জেলার থেকে একাধিকবার পশুহত্যার ঘটনা সামনে এসেছে,এবারে সেই রকমেরই অমানবিকতার পরিচয় পাওয়া গেলো জলপাইগুড়ি জেলার গরুমারা অভয়ারণ্যে এলাকায়।এইবারে গরুমারায় একটি বাইসনকে হত্যা করার ঘটনা সামনে এসেছে এমনকি হত্যা করে সেই বাইসনের মাংস দিয়ে ভুরিভোজের অভিযোগও সামনে এসেছে।

ঘটনাটি উত্তরবঙ্গের একটি পরিচিত ‘গরুমারা’ নামক অভয়ারণ্যের ঘটনা, যেখানে বাইসন হত্যা করে বেশকয়েকজন মিলে সেই বাইসনের মাংস দিয়ে ভুরিভোজও সারলো!ঘটনা ইতি মধ্যে একজন অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করে গরুমারা বন্যপ্রাণী দফতরের কর্তারা।

ঘটনায় গরুমারা বন্যপ্রাণী দফতরের এডিএফও জানান,বুধবারে জঙ্গল লাগোয়া টিলাবাড়ি নামক একটি এলাকায় কয়েকজন মানুষমিলে একটি বাইসনকে হত্যা করে তার মাংস সাবাড় করে। এর পরেই ঘটনাটি বনদফতরের কাছে পৌঁছতেই রীতিমতো নড়েবসে পরেন তারা এবং এর পরেই বৃহস্পতিবার সেই এলাকায় হানা দেয় বনদফতর কর্মীরা এবং সেখানে গিয়ে একজনকে গ্রেফতারও করেন তারা তবে এখনো আরও কয়েকজন অপরাধী নিখোঁজ রয়েছে বলে খবর।

এর পরেই ধৃত ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন বন দফতর কর্মীরা, বনদফতর সূত্রে জানান হয়, ধৃত ব্যক্তির কাছ থেকে বাইসনের মাংস উদ্ধার করা হয়েছে এবং ধৃতকে জেরার পর ঘটনায় আরও ৬জনের জড়িত হবার কথা সামনে এসেছে।ইতি মধ্যেই বাকি দোষীদের খোঁজ চালানো হচ্ছে বলে জানায় বনদফতর।এই বার প্রথম নয় এরআগেও এইরূপ বাইসন হত্যার ঘটনা সামনে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম