মহেন্দ্র সিং ধোনিকে আমরা সবাই চিনি।ভারতের সেরা ব্যাটসম্যানের মধ্যে অন্যতম। তিনি তার ক্যারিয়ারে অনেক উপার্জন লাভ করে। দেশের হয়ে বিভিন্ন রকম খেলায় দেশবাসীর মন জয় করেছে। অবসরের পরে ধ্বনি জনপ্রিয়তা এতটুকু কমেনি। তার বিজ্ঞাপন দেখেই প্রমাণ পাওয়া যায়। তার স্ত্রী সাক্ষীর সঙ্গেও এতদিন বিজ্ঞাপনে দেখা গেছিল। সম্ভবত টুথপেস্টের বিজ্ঞাপনে দেখা গিয়েছিল দুজনকে। কিন্তু এবার ময়দানে নামল পাঁচ বছরের মেয়ে জিভা সিং ধোনি।
মাত্র পাঁচ বছর বয়সেই জিও সিং ধোনির ফ্যান ফলোইং কোন সেলিব্রেটির থেকেও কম নয়। আর কেনই বা হবে না! মহেন্দ্র সিং ধোনির মেয়ে বলে কথা। এতদিন আমরা সেই ছোট্ট মেয়েটি সোশ্যাল মিডিয়ায় নানা রকম মজার মজার ভিডিও দেখেছিলাম কিন্তু এবার সরাসরি টিভির পর্দায়।
ইতিমধ্যেই ইনস্টাগ্রামে 18 লক্ষ বেশি ফলোয়ার পৌঁছে গেছে ধোনির মেয়ে জিভার। বাবার সাথে বেশ কয়েকটি ভাষাতেও কথা বলতে দেখা গেছে এই পাঁচ বছরের খুদেকে।
একটি বিস্কুট ব্র্যান্ডের বিজ্ঞাপনে বাবা এবং মেয়েকে দেখা যাচ্ছে। এই মিষ্টি ভরা বাবা এবং মেয়ে বিজ্ঞাপনটি কেইবা দেখতে চাবেনা।
ধোনি এবং তার মেয়ে জিভাকে দিয়ে বিজ্ঞাপন করিয়ে উচ্ছ্বাসিত সেই বিস্কুট সংস্থাটি। ছবি পোস্ট করে তারা লিখেছে, “দেখুন আমরা কাকে এনেছি, 2021 ভালো রকম কাটাতে অবশ্যই নজর রাখুন।”