fbpx
Saturday, July 24, 2021
Homeঅফবিটবিয়ের বরের মাথায় টাক আবিষ্কার করে প্রতারণার অভিযোগ দায়ের স্ত্রীর!

বিয়ের বরের মাথায় টাক আবিষ্কার করে প্রতারণার অভিযোগ দায়ের স্ত্রীর!

কিছুদিন আগেই বলিউডে ‘বালা’, ‘উজড়া চমন’-এর মতো ছবিতে ছেলেদের টাকের সমস্যা এবং বিয়ে ও তার প্রভাব নিয়ে ছবি তৈরি হয়েছিল। সেখানে দেখানো হয়েছিল এর সমস্যার কথাও। কী ভাবে টাকের সমস্যার জন্য কিছুতেই একজন পাত্র উপযুক্ত পাত্রী খুঁজে পাচ্ছেন না, সেই কঠিন বাস্তবও তুলে ধরা হয়েছিল ছবিতে।

সেই ছবির গল্পের মতোই মুম্বইয়ের ঘটনা। ২৭ বছরের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট স্ত্রী স্বামীর নামে থানায় অভিযোগ দায়ের করেছেন। প্রতারণার অভিযোগ তুলেছেন স্ত্রী। কেন? কারণ, বিয়ের পর স্ত্রী দেখতে পেয়েছেন স্বামীর মাথায় টাক। ২৯ বছরের যুবকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেছেন স্ত্রী। নয়ানগর পুলিশ স্টেশনে রবিবার অভিযোগ দায়ের করা হয়েছে। স্বামী একজন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী। স্ত্রীর অভিযোগ, বিয়ের আগে টাক লুকিয়ে তাঁর সঙ্গে সম্পর্ক তৈরি করেছিলেন স্বামী। বিয়ের পর আসল চেহারা সামনে এসেছে। গত মাসেই তাঁদের বিয়ে হয়েছে। বিয়ের পরই স্ত্রী দেখতে পান, স্বামী ও তাঁর পরিবার পুরো বিষয়টা জানেন এবং ইচ্ছে করেই টাক লুকনো হয়েছে। মীরা রোডের বাসিন্দা ওই যুবক পরচুল পরে বিয়ের আগে দেখা করেছেন এবং বিয়ে করেছেন।

থানের আদালতে এদিন স্বামীকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়। শুধু টাকের সমস্যাই নয়, স্বামীর বিরুদ্ধে পরকীয়া এবং অস্বাভাবিক যৌনতারও অভিযোগ তুলেছেন স্ত্রী। মহিলার অভিযোগের ভিত্তিতে, স্বামীর বিরুদ্ধে পুলিশ একটি মামলা দায়ের করেছে। ৪৯৮, ৪০৬, ৩৭৭ ও আইটি অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে। থানে আদালতে নির্দেশে অভিযুক্তকে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো স্বামী জামিন পান। তবে খুব শীঘ্রই তাকে নিজেদের হেফাজতে নিতে চায় পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম