fbpx
Friday, July 30, 2021
Homeদেশহিন্দু'ধর্মকে আঘাত! অভিযোগ দায়ের অমিতাভ এবং কেবিসি'র উপর

হিন্দু’ধর্মকে আঘাত! অভিযোগ দায়ের অমিতাভ এবং কেবিসি’র উপর

কউন বনেগা  ক্রোড়পতি একটি জনপ্রিয় টিভি শো এর মধ্যে একটি।টিআরপি ও প্রচুর রয়েছে বলে জানা যাচ্ছ এই টিভি শো এর।কিন্তু চঞ্চল হওার মত খবর শোনা যাচ্ছ এখন শোয়ের সঞ্চালক অমিতাভ বচ্চনের বিরুদ্ধে দায়ের করা হল এফআইআর।

জানা যাচ্ছে হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগে বিগ বি এবং সংশ্লিষ্ট শো কতৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। যা নিয়ে ইতিমধ্যেই বেশ শোরগোল শুরু হয়েছে।
সুত্রে খবর এই শও তে জিজ্ঞাসা করা হয়, ১৯২৭ সালে বি আর আম্বেদকর এবং তাঁর সঙ্গীরা কোন ধর্মগ্রন্থের প্রতিলিপি ছিঁড়ে ফেলেন! যার উত্তর দেওয়ার জন্য বিকল্প হিসেবে দেওয়া হয় ৪টি নাম। যার উত্তর মনুস্মৃতি হিসেবে চিহ্নিত করা হয়।

উত্তর জানানোর পর বিগ বি-র মুখ থেকে শোনা যায়,১৯২৭ সালে পুরাণটি পুড়িয়ে ফেলা হয় উত্তরের প্রসঙ্গে অমিতাভ যা বলেন, যা হিন্দু ধর্মে আঘাত করেছে বলে করা হয় অভিযোগ। এরপরই একটি হিন্দু সংগঠনের তরফে কউন বনেগা ক্রোড়পতি এবং বিগ বি-র বিরুদ্ধে দায়ের করা হয় এফআইআর।

হিন্দু ধর্মে আঘাতের অভিযোগেই লখনউতে দায়ের করা হয় অভিযোগ। ওই ঘটনার পরই ‘বয়কট কেবিসি’ বলে ট্যুইটারে ট্রেন্ড করতে শুরু করে ওই অভিযোগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম