প্রত্যেক ছেলে মেয়েই তার প্রেমিক ও প্রেমিকার কিছু কিছু বিষয় দেখে আকর্ষিত হন। প্রত্যেকই চান তাদের জীবনসঙ্গীর মধ্যে এমন কিছু থাকবে যা তাকে সত্যিই তার দিকে আকর্ষণ করবে। প্রত্যেকেই এমন জীবনসঙ্গী চান যেন তার জীবনসঙ্গীর মধ্যে তার চাহিদা মতো তিনি সব কিছু পান।
একজন মানুষের কোন বিষয় দেখে অপর জন আকর্ষিত হবেন সেটা তো তিনি জানেন না। কিন্তু জোতিষশাস্ত্র মতে , একজন ব্যক্তির রাশিফল তার আকর্ষণ এর কারণ হতে পারে। তিন রকমের রাশির পুরুষের প্রতি নারীরা সবসময় আকর্ষণীয় হয়ে পরে। এই তিনটি রাশি হল
সিংহ : সিংহ রাশির পুরুষেরা ভীষণ আকর্ষণীয় হন। মেয়েরা সহজেই তাদের প্রতি আকর্ষিত হন। সিংহ রাশির ছেলেরা খুব ভালো মনের মানুষ হয়। সিংহ রাশির ছেলেরা খুব প্রভাবশালী হন। এরা খুব রোমান্টিক হন এদের চরিত্রের এই সব গুন সহজেই মেয়েদের তাদের নিজের দিকে আকর্ষণ করে।
মিথুন : মিথুন রাশির পুরুষেরা তো তাদের জন্ম থেকেই মেয়েদের আকর্ষণীয় করার গুন নিয়ে জন্ম নেয়। তারা ভীষণ রোমান্টিক প্রকৃতির হয়। তারা মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় মেয়েদের কি বলতে হয় সে সব আগে থেকেই জেনে থাকে। মেয়েরা সহজেই এদের কথা বিশ্বাস করে ফেলেন। তাই তাদের আর মেয়েদের নিজের দিকে আনার জন্য আলাদা ভাবে কোনো কষ্ট করতে হয় না।
তুলা : তুলা রাশির ছেলেরা ভীষণ আকর্ষণীয় হন। এদের চারিত্রিক বৈশিষ্ট সহজেই মেয়েদের আকর্ষণ করে। এরা একটু অন্যরকমের স্টাইল করেন। এদের কথার স্টাইল ব্যবহার এর মাধুর্য মেয়েদের সহজেই আকর্ষণ করে। এরা ভালোবাসা ও কর্তব্যর মধ্যে খুব ভালো ব্যালেন্স করতে পারে। এরা সাথে কিছু সময় কাটানোর পরেই মেয়েরা এদের প্রতি দুর্বল হয়ে পরে। এদের মধ্যে একটা অন্যরকমের আকর্ষণীয় ব্যাপার রয়েছে যা সহজেই মেয়েদের কাছে টানে।